স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে দূর্নিতি, খুন, হানাহানি, লুটপাট, সুন্দর জীবন নিয়ে বাজে খেলা, ধর্ষন, নানারকম অত্যাচার আর কতো শুনতে হবে?!!! দেশের কোনোই দোষ নেই দোষ হলো প্রকৃতপক্ষে দেশের জনগনের। কারন জনগন পারে মূহুর্তে একটি দেশ ধংস্ব করতে, আবার জনগনই পাশে দেশটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে।
Follow My Facebook ID
মানুষ মানুষের জন্য। আর মানুষই যদি মানুষের ক্ষতি করে তবে তো মনুষ্য জাতি নয়। সবাইকে শ্রদ্ধাভরে, স্নেহে ভালোবাসতে হবে। তাই বলে পশু হয়ে কাউকে নিয়ে বাজে ভাবে তার জীবনটা নিয়ে খেলা একদমই ঠিক না। পরের সম্পদ আপনি রক্ষা করবেন, আর মহান আল্লাহ তায়ালা আপনার সম্পদ রক্ষা করবেন। আল - হাদিস।
বিশেষ করে আমাদেরই মা - বোনদের কত ধরনের হয়রানির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের বাজে কাজে পশুর মতো লোকেরও সম্মুখীন হতে হয়। আপনি অন্যের মা, বোনকে রক্ষা করবেন, দেখবেন নিজের মা, বোনও ঠিক আছে। কারন তারাও তো মা, বোন। কেউ হয়তো মন্তব্য করতে পারেন যে, আমি না হয় তাকে বাজে কাজ হতে বাধা দিলাম, সে যদি আমাকেই ভুল বুঝে?? আসলে এরকম সমস্যায় আমিও পরেছি, ভালো চাইলে নিজেকেই খারাপ হতে হয়। আর কেউ যদি নিজের ভালো নিজেই না বুঝে তার মতো অধম আর নেই।
Mahedi Hassan Akash
পবিএ প্রেম -ভালোবাসার ফাদে ফেলে বাজে ভাবে ধোকা দেওয়া হয়। তবে প্রেম করে কি লাভ? কোথায় গিয়ে দাড়াচ্ছে এর পরিনাম? নিজে প্রেম না করেই নিজেরই খারাপ লাগে আবার তো প্রেম এ জরাবো! না। ছেলে, মেয়ের উভয়েরই দোষ আছে। আমি বিশ্বাস করি। কারন, কেউ তো কাউকে ছাড়া না। লজ্জা নারির ভূষণ। আর তারা আমাদেরই মা, বোন। কেন বাজে ভাবে নিজেরা নিজেরাই জড়াতে হবে। নিজের মহত সতীত্তকে, সততাকে বিসর্জন দিয়ে? একটু ভেবে দেখুন দয়া করে যারা ভালোবাসার নাম করে বাজে ভাবে এটিকে পরিচালনা যে হয় এতে কার ক্ষতি?? ক্ষতি নিজেরই। হয়তো এখন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আর বাজে সম্পর্কে জড়ানো। কিন্তু প্রেম - ভালোবাসা মানেই কি ফিজিক্যাল রিলেশন?? কখনই না।
একটু ভেবে দেখবেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হয়ে যে খারাপ সম্পর্কে নিজেকে রাখছেন পরবর্তি উপায় কি? আপনার কি তার সাখেই বিয়ে হবে সেটি কি আপনি ১০০% কনফার্ম? না, আপনি কখনও গ্যারান্টি দিকে পারবেন না। তো সব শেষ বিয়ে হলোনা তার সাথে, পরে যার সাথে বিয়ে হবে তাকে আপনি ১০০% ঠকাবেন। কারন সে হয়তো তার সততা, সতীত্তকে আগলে রেখেছে। সবাই খারাপ না। দুনিয়াতে এখনও ভালো সততা, সতীত্বেনন নর, নারি আছে। দয়া করে প্রেম, ভালোবাসার নাম করে খারাপ, বাজে, নোংরা কাজে নিজেকে জড়াবেন না। নিজের পবিএ সম্পদ বিসর্জন দিবেন না। দয়া করে।
Requested by Mahedi Hassan Akash
হয়তো আমি মারা গেলেও বাজে কাজগুলো হবেই কারন নেশা ধরে গেছে কিছু জানোয়ার নর, নারির।
সবাইকে তার প্রাপ্ত হিসাব হাশরের ময়দানে দিতেই হবে। আর কেউ যদি প্রেম, ভালোবাসার নাম করে খারাপ সম্পর্কে আবদ্ধ হয় আমি তাদের উপর সেই হাশরের মাঠ পর্যন্ত দাবি রাখবো। ইনশাআল্লাহ।
বাহ,,,,,, বিয়ের আগে Boyfriend,,, Girlfriend আর সব বাজে কাজের পর শেষ হয়ে পরে Husband, Wife. !! wow,, মনে হয়ে নতুন নতুন ব্র্যান্ড এর ব্যাবহার হচ্ছে। এসব আর কিছুনা বাস্বত মনের মানুষকে ঠকানো হবে।
সায়েন্স বলে অশ্লিল, খারাপ সম্পর্ক, সহ মাদক নেশায় যদি কেউ একবার নিজেকে জড়িয়ে ফেলে তবে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইনটেলেকচুয়াল থরথর করে কাপতে থাকে আর অস্থার হয়ে যায়। ব্যাপক ক্ষতি হয়।
আবার দেখি প্রেমিক, প্রেমিকারা হাত কেটে নাম লেখে। বাহ,, মনে হয় প্রেমের নাগরদুলায় ঘুরতেছে। যদি সত্যিই কাউকে ভালোবাসা হয় তবে সেটা বাহ্যিক ভাবে হাতে না হৃদয়ে লিখতে হয়। আমি যেটা মনে করি।
দয়া করে কেউ বলবেন না, ভাববেন না আমি প্রেমে ছেকা খেয়ে এসব লিখছি। না
আর আমার এটাও খারাপ লাগে
একি বাসে, ট্রেনে..... বৃদ্ধ হোক যুবক হোক, ছেলে, মেয়ে যেই হোক, একসাথে কোথাও যাচ্ছি কেউ হয়তো আগে নামলো। কেউবা পরে। এভাবে সবাই চলে গেলো আমিও গেলাম কিন্তু বাসায় যাওয়ার পর সবাইকে মিস করি যে, সে কেমন আছে? কোনো সমস্যা হলো কিনা?? খুব মিস করি মনে হয় সবাই আপন। দূরে গেলে কলিজায় টান পরে। কাউকে ভুলতে পারিনা।
মনে হয় সবাই আপন, আর আমি মনের দিক দিয়ে দূর্বল সবাইকে রাতারাতি বিশ্বাস করি। খুব মিস করি, চিন্তা করি। আর ভেবে ভেবে চোখের অশ্রু ঝরাই। এগুলো সত্যিই। বিশ্বাস করুন সবার জন্য খুব চিন্তা হয়। আর মহান আল্লাহ তায়ালার কাছে প্রানপনে দোয়া করি সবাই যেনো ভালো থাকে। কারও যেনো খারাপ ভাবে ক্ষতি না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রেম, ভালোবাসার নামে কেউ দয়া করে কারও পবিএ শরীর নিয়ে প্রতারনা করবেন না। প্লিজ।। কেউ আমাকে মনে করবেন না যে,, আমি প্রেম করে ছেকা খেয়ে এসব বলছি। অবশ্যই না।
কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। কারন কারও মনের ভিতর আমার উপর কষ্ট থাকলে আমি থাকতে পারিনা। সত্যিই হৃদয় কষ্টে ভরে থাকে। কলিযায় অনবরত ব্যাথা। ভালো থাকবেন সবাই।
এম. এইচ. আকাশ।
Written by: Mahedi Hassan Akash
Thanks All😊😊😊
Mahedi Hassan Akash
Civil Engineer | Singer | Actor | Consultant
Saturday, 25 August 2018
Welcome To My New Website 😊😊 mhakash
2nd Aim 🎹🎸🎵👉❤.
My Youtube Channel
https://www.youtube.com/channel/UC1MmrxXQ3IIJcjsgmC3GGXw?app=desktop
Follow My Facebook ID
https://www.facebook.com/singerakash.aorno
My Youtube Channel
https://www.youtube.com/channel/UC1MmrxXQ3IIJcjsgmC3GGXw?app=desktop
Follow My Facebook ID
https://www.facebook.com/singerakash.aorno
Subscribe to:
Comments (Atom)
আকাশের আবেগিতো ভাষায় লেখা প্রেম-ভালোবাসার মূল্যায়ন।
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে দূর্নিতি, খুন, হানাহানি, লুটপাট, সুন্দর জীবন নিয়ে বাজে খেলা, ধর্ষন, নানারকম অত্যাচার আর কতো শুনতে হবে?!!! দেশে...
-
স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে দূর্নিতি, খুন, হানাহানি, লুটপাট, সুন্দর জীবন নিয়ে বাজে খেলা, ধর্ষন, নানারকম অত্যাচার আর কতো শুনতে হবে?!!! দেশে...
